F.A.Q.
এটা খেলার নিয়ম কি?
২ জন, ৩ জন, ৪ জন খেলতে পারবে। প্রথম জন্য ছক্কার গুটি ছুড়বে, যত সংখ্যা উঠবে ঠিক তত সংখ্যা বোর্ড থেকে পুল করবে ঠিক তার পরের জন এই কাজ করবে। এইভাবে চলতে থাকবে। শেষ পর্যন্ত যে পুল করতে পারবেনা সে হেরে যাবে।
এটা কোন জুয়ার মতো খেল?
জ্বী না। এটা বাচ্চা অথবা বড়রা সবাই খেলতে পারবে বিনোদনের জন্য। পরিবারের সবাই কিছু ভালো সময় কাটাতে পারবে এই গেমের মাধ্যমে।