F.A.Q.
এটা যে কোন ওয়ালে লাগবে?
টাইলস, অফিস ডেস্ক, গ্লাস, বার্নিস করা কাঠ ইত্যাদি জাতিয় ওয়ালে লাগবে।
এটা রি-ইউজ করা যাবে?
জ্বী না তবে পেছনে আলাদা আঠা লাগিয়ে আবার ব্যবহার করা যাবে।
পানি লাগালে উঠে যাবে?
এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ। লাগানোর পর পানি লাগলে উঠবেনা।
কিভাবে লাগাবো এটা?
লাগানো স্থান টি প্রথমে মুছে পরিষ্কার করে নিতে হবে, কোন ময়লা অথবা পানি থাকা যাবেনা। তারপর হুকের পেছনের স্টিকার পেপার টি তুলে লাগিয়ে দিতে হবে। লাগানোর পর আঙ্গুল দিয়ে ভালোভাবে চারপাশ চাপ দিয়ে দিতে হবে। কাজ শেষ।
কত কেজি পর্যন রাখা ঝুলানো যায়?
৫ কেজি পর্যন্ত ঝুলানো যাবে তবে লাগানোর জায়গার উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে।