F.A.Q.
এটা দিয়ে ফুল চার্জ হতে কতক্ষন লাগবে?
৪৫/৫৫ মিনিট।
এটার কোন গ্যারান্টি আছে?
কোম্পানি ওয়ারান্টি দিয়ে থাকেনা যার কারনে ওয়ারেন্টি পাচ্ছিনা আমরা। তবে ই-পকেট, গ্রাহককে ওয়ারেন্টি দিবে। ডেলিভারির সময় চেক করে নিতে হবে এবং ৩ দিনের মধ্যে কোন সমস্যা হলে আমাদের জানাবেন। মেজর সমস্যা হলে রিপ্লেসমেন্ট দেয়া হবে। ৩ দিনের মধ্যে কোন মেনুফেকচার সমস্যা ধরা না পরলে আর সমস্যা হবে না।