F.A.Q.
জং ধরে যাবে না তো?
না, জং ধরবে না।
কিসের তৈরি?
আধুনিক ব্রাশ মেটালের তৈরি।
পাসওয়ার্ড সেট কিভাবে করবো?
ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে 0-0-0 সেট করা থাকে। এই পাসওয়ার্ড দিয়ে লক খুলুন তারপর নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করুনঃ
১. তালার গায়ে লাল দাগ বরাবর 0-0-0 দিন তারপর লক বিম টানুন, তালা খুলে যাবে।
২. তালা খোলা অবস্থায় পাসওয়ার্ড সেট করতে হবে।
৩. তালার উপর বিমটি ১৮০ ডিগ্রি পিছনে ঘুরিয়ে নিন, তারপর লাল দাগ বরাবর নতুন তিনটি পাসওয়ার্ড সেট করুন।
৪. তারপর বিম সামনের দিকে ঘুরিয়ে আগের অবস্থায় আনুন এবং নিচের দিকে চাপ দিন। ব্যস আপনার নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে।