F.A.Q.
এটা কি কি কাজে ব্যবহার করা যাবে?
যে বস্তু কিছু খালি চোখে দেখা যায়না সে সব কিছু এই মাইক্রোস্কোপের মাধ্যমে দেখ যাবে। তাছাড়া যাদের চোখে সমস্যা, ছোট ছোট অক্ষর না বুঝার কারনে বই পড়তে পারেনা তারাও এই মাইক্রোস্কোপ ব্যবহার করে খুব ভালো ভাবে পড়তে পারবে।
কিভাবে ব্যবহার হয় এটা?
স্মার্ট ফোনের ক্যামেরায় ফিট করে বসিয়ে অবজেক্ট এর উপরে রাখলে সেই অবজেক্ট এর খালি চোখে না দেখা অংশ গুলো ফোনের ক্যামেরায় দেখা যাবে।
এটা কোন দেশের তৈরী?
চায়না মেড ব্র্যান্ড কোয়ালিটি।
ওয়রেন্টি আছে?
কোম্পানি থেকে কোন ওয়ারেন্টি দেয়া হয়না। তবে ই-পকেট গ্রাহককে ওয়ারেন্টি দিবে। ডেলিভারির সময় চেক করে নিতে হবে এবং ৩ দিনের মধ্যে কোন সমস্যা হলে আমাদের জানাবেন। মেজর সমস্যা হলে রিপ্লেসমেন্ট দেয়া হবে। ৩ দিনের মধ্যে কোন মেনুফেকচার সমস্যা ধরা না পরলে আর সমস্যা হবে না।