F.A.Q.
এটি কি কাজে ব্যবহার করা হয়?
এটি হচ্ছে স্লিপার র্যাক মানে বাথরুমে বা রুমের ভিতর ব্যবহৃত স্যান্ডেল রাখার কাজে ব্যবহার করা হয়।
এতে কি অন্যান্যও জিনিসও রাখতে পারবো?
হ্যাঁ পারবেন। এতে স্যান্ডেল ছাড়াও বেসিনের পাশে তোয়ালে, গামছা রাখতে পারবেন। কিচেনে ব্যবহার করলে ঢাকনা রাখতে পারবেন।
এতে কয়টি জুতো রাখা যাবে?
একসাথে তিন জোড়া স্যান্ডেল রাখতে পারবেন।