F.A.Q.
পিরিয়ড এর সময় কি পরা যাবে?
জ্বী এটা পিরিয়ড এর সময় ব্যবহার করা যাবে।
কি কাপড়ের?
এটা চায়না সুপার সফট কটন।
কালার চয়েজ করা যাচ্ছেনা কেন?
এটা প্রতি স্টকে সেম কালার এসে থাকেনা তাই আমরা নির্দিষ্ট কালারের অপশন টি রাখিনি তবে আপনার পছন্দের কালারের নাম নোট লিখে দেবেন (যদি থাকে) তাহলে আমরা ঐ কালার টি-ই পাঠাবো।